ads
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিদেশ সফর বাতিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৫০ বার পঠিত

এবার নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরও বিদেশ সফর বাতিল করলো বাংলাদেশ ব্যাংক। এর আগে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদেরও অফিসিয়াল কাজে বিদেশ যাওয়া নিষিদ্ধ করা হয়। রবিবার (২৯ মে) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সব ধরনের প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ বাতিল করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ/স্টাডি ট্যুর/এক্সপোজার ভিজিট/সভা/সেমিনারে অংশগ্রহণ বিষয়ক বৈদেশিক ভ্রমণ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বিশেষ প্রয়োজনে নিজস্ব অর্থায়নে ব্যক্তিগত ভ্রমণ, হজ পালন ও চিকিৎসকের সুপারিশ থাকা সাপেক্ষে জরুরি চিকিৎসার জন্য বিদেশ গমন, এবং আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি নাগরিকরা নিজ দেশে গমন ও বিদেশি আয়োজক সংস্থার সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ/স্টাডি ট্যুর/ওয়ার্কশপ/এক্সপোজার ভিজিট/সভা/সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন।

এর আগে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের জারি করা সার্কুলারে উল্লেখ করা হয়, প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা খাতে বৈদেশিক মুদ্রা ছাড় না করার জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে। এ নিষেধাজ্ঞা ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আলী আকবর ফরাজীর সই করা নির্দেশনায় বলা হয়েছে, কোভিডের প্রভাব মোকাবিলা করে অর্থনীতি পুনরুদ্ধার ও বহির্বিশ্বে যুদ্ধাবস্থার কারণে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে দেশের বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখাসহ যথাযথ মুদ্রা ব্যবস্থাপনার লক্ষ্যে বিলাস পণ্যসহ অত্যাবশ্যক নয় এমন বেশ কিছু পণ্য আমদানির ক্ষেত্রে কতিপয় বিধিনিষেধ আরোপ করে সম্প্রতি ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102