বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ২৫৭ জন পরীক্ষার্থী। পাসের হার ২৫ শতাংশ। এমসিকিউ উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীদের এবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
শনিবার (১৮ জুন) ভোর রাতে বার কাউন্সিল এ ফল প্রকাশ করেছে। এর আগে শুক্রবার (১৭ জুন) ৪০ হাজার ৬৯৬ জন বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষায় অংশ নেন।
লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ২৫৭ জন। এছাড়া ২৭ জনকে অপেক্ষমাণের তালিকায় রাখা রয়েছে। দ্রুতই এই তালিকা থেকে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে বার কাউন্সিল।