কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান।
এর আগে, শনিবার রাতে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন পাকুন্দিয়া থানার এসআই শাহ কামাল। মামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ওসি মো. সারোয়ার জাহান বলেন, অনুমতি না নিয়ে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি নিয়ে পাকুন্দিয়া বাজারের দিকে আসতে চান দলটির নেতাকর্মীরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে হামলা চালান তারা। এতে ১১ পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনার দিন রাতেই বিএনপির ১৪০ জনের নামসহ অজ্ঞাত আরো ১৫০০ জনের বিরুদ্ধে মামলা করেন এসআই শাহ কামাল। মামলায় পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ