মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক ব্যবহারকারীদের অনুসারীদের সংখ্যা রহস্যজনকহারে কমছে। পরে তা ঠিকও হয়ে যাচ্ছে। অনুসারী কমেছিল ভুক্তভোগী ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গেরও। ফেসবুকে তার অনুসারীর সংখ্যা ১১ কোটির বেশি। কিন্তু তা নেমে আসে নয় হাজারে। পরে অবশ্য তা স্বাভাবিক হয়েছে।
মেটার মুখপাত্র জানিয়েছে, ‘তারা এ অসুবিধার জন্য দুঃখিত। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা’।
সম্প্রতি নিউজ উইক এক প্রতিবেদনে জানায়, নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য হিল, হাফিংটন পোস্ট, ইউএসএ টুডে, নিউ ইয়র্ক পোস্ট ও নিউজ উইকের ফেসবুক অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে।
শুধু সংবাদ মাধ্যম নয়, ফেসবুকে অনেক তারকা ব্যক্তিরাও উল্লেখযোগ্য অনুসারী হারাচ্ছেন। অনেকের অনুসারীর সংখ্যা অবশ্য পরে নিজে থেকে স্বাভাবিক পর্যায়ে চলে আসছে কোনো চেষ্টা ছাড়াই।
সূত্র : নিউজ উইক ও এনডিটিভি