জাতিসংঘের ফ্রিডম অব অ্যাসোসিয়েশন অ্যান্ড পিসফুল অ্যাসেম্বলি বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ক্লেমেন্ট ভউল বলেছেন,বাংলাদেশকে অবশ্যই শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে হবে। একই সাথে বিক্ষোভকারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনী গুলোকে নিপীড়ন থেকে থাকার আহ্বান জানানো হয়েছে।
এক টুইটে তিনি বলেন, ২০২২ সালের জুলাই মাস থেকে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা ও শক্তি প্রয়োগের ফলে প্রাণহানির খবর প্রকাশের পর থেকে তিনি বাংলাদেশের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
ক্লেমেন্ট ভউল টুইটে উল্লেখ করেন, বাংলাদেশের রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে অবশ্যই শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে হবে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, এর আগে ২০২১ সালে শান্তিপূর্ণ সমাবেশে আইন প্রয়োগকারী সংস্থার প্রাণঘাতী শক্তি প্রয়োগের একই ধরনের প্রতিবেদন পাওয়ার পর বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে উদ্বেগ প্রকাশ করেছিলেন।