শনিবার (৪ মার্চ ) সমাজ ও মানবাধিকার কর্মী আলিম উদ্দিন হালিমের জন্মদিন ছিলো। জন্মদিন উপলক্ষে সর্বজনের শুভেচ্ছায় ভালবাসায় সিক্ত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রথমেই সকল প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহকে। যিনি আমাকে আপনাদের সকলের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হবার তৌফিক দিয়েছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ!
গত শনিবার রাত ১২টা বাজার পর থেকেই আমার শ্রদ্ধেয় মিডিয়ার প্রিয় বড় ভাই-বোন, সহকর্মী, সহপাঠী, আত্মীয়-স্বজন, ছোট বড় সাংবাদিক, প্রশাসনিক ব্যক্তি ও প্রান প্রিয় বন্ধুরা সামাজিক যোগাযোগ (ফেসবুক), মেসেঞ্জার, টেক্সট, হোয়াটসঅ্যাপ, ইমো, ফন কলে সরাসরি বিভিন্ন মাধ্যমে যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
নানান ঝামেলায় কিংবা ভুলে যাওয়ার কারনে যারা আমাকে এইদিনে মনে করতে পারেন নি, তাদের জন্যও আমার ভালোবাসা থাকবে। আপনাদের সকলের ভালোবাসা, আন্তরিকতা আর আমাকে নিয়ে আপনাদের চাওয়া পাওয়া, আজ আমাকে নতুন উদ্যোমে চলার প্রেরনা যুগিয়েছে। সকলের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
প্রত্যেকটি মানুষের কাছে তার জন্মদিনের বার্তাটি আনন্দের। আমার মতো একজন অতিক্ষুদ্র মানুষের জীবনে কাছেও তেমনই।
সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া ও আমার প্রাণপ্রিয় বাবা-মায়ের প্রতি সশ্রদ্ধ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের কল্যাণে আমি আজ পৃথিবীর আলো দেখতে পারছি। আমি সবার কাছে দোয়া চাই। আমি অতিক্ষুদ্র মানুষ টা যেন সামাজিক কাজে মানুষের কল্যানে বিনয়ের সাথে কাজ করতে পারি।
আজ শৈশব, কৈশর আর অনেকটা সময় পেছনে ফেলে যৌবনে আমি। জীবন চলার বাঁকে এজন্মে কত মানুষকে কষ্ঠ দিয়েছি, ভূল হয়েছে অনেক সে জন্যে ক্ষমা প্রার্থী সকলের কাছে।
এই পৃথিবীতে এমনি একটি দিনে আমি এসেছিলাম, । সেই জন্য আমি আমার সৃষ্টিকর্তা মহান রাব্বুল আল আমিনের কাছে দায়বদ্ধ। তিনি আমায় সৃষ্টি করেছেন তিনিই আমার রব।
আজ থেকে মৃত্যুর এক বছর কাছাকাছি চলে এলাম! জীবনটা অনেক সুন্দর যদি সুন্দর করে দেখা যায়। তবে একথাও ঠিক বিচিত্র এই জীবনে বৈচিত্রময় হয়ে ওঠা অনেকটাই কঠিন। যারা হয়ে উঠতে পারে তাদেরকেই মানবজাতি সারাজীবন মনে রাখে।
আমি বুঝতে পেরেছি, আমার অগোচরে আমাকে ভালোবাসার অনেক মানুষ আছেন,যা আমার জন্মদিনের মাধ্যমে বুঝতে পেরেছি, আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি, আপনাদের ভালোবাসায়।
ধন্যবাদ আপনাদের,আমার ভালোবাসা, এবং কৃতজ্ঞতা আপনাদের জন্য আজীবন থাকবে, ইনশা আল্লাহ।
মাদক মুক্ত সমাজ হউক সম্মিলিত প্রয়াস। পরিশেষে সবার কাছে বলতে চাই , আমার জন্য সবাই দোয়া করবেন
মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, সিলেট