রাজধানীর সিদ্দিক বাজারের নর্থসাউথ রোডের সাততলা পৌর ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি।
মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় সংস্থার চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা প্রথা এ ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধও জানান। এমন ভয়াবহ ঘটনা যেন আর না ঘটে, সেদিকে সজাগ থাকতে হবে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে লাশের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের