ads
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় বিএনপি’র ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৩৭ বার পঠিত

পুলিশের গাড়িতে হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, কেন্দ্রীয় যুবদল নেতা নাজমুল হুদা চৌধুরী সাগরসহ ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত শনিবার রাতে খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার দাস বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসআই অজিত কুমার দাস জানান, শনিবার বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়ির উপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ায় ৫৯ জনের নাম উল্লেখ করে ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত ৫৯ আসামি হলেন-ইশারাত ইসলাম (২৩), শেখ কামাল উদ্দিন, মো. জালাল হোসেন (৩৫), মো. রাজু শেখ (২৮), আব্দুল হাই রুমি (৪৬), দেলোয়ার হোসেন জসিম (৩৪), মিজানুর রহমান (৩২), আজিজুল বারী হেলাল (৫২), আমির এজাজ খান (৫৮), শফিকুল আলম তুহিন (৫৫), মনিরুল হাসান বাপ্পি (৫৪), তরিকুল ইসলাম জহির (৫৫), মাহাবুব হাসান পিয়ারু (৪৫), মো. ইসতিয়াক আহম্মেদ ইস্তি (২৮), মো. তাজিম বিশ্বাস (২৮), আব্দুল মান্নান মিস্ত্রী (৩২), মো. মাসুদ পারভেজ বাবু (৩৫), হেলাল আহম্মেদ সুমন (৩৮), একরামুল হক হেলাল (৪৫), মো. নাজমুল হুদা চৌধুরী সাগর (৪২), ইবাদুল হক রুবায়েত (৩৬), মো. মতিউর রহমান বুলেট (৪৫), চৌধুরী হাসানুর রশিদ মিরাজ (৪৫), কিমিয়া সাদাত (৩৪), শেখ সাদী (৩৮), হেলাল হোসেন গাজী (৩৩), বেলাল হোসেন গাজী (৩০), মো. ফরিদ মোল্যা (৪৮), নাইম (৪০), গাউসুল গাউস (৪৫), মো. রবি (৩৮), মো. জামাল (৪৫), খান জুলফিক্কার আলী জুলু (৫০), মো. নাছিম (৪০), আমিন (৩৫), আসাদ মৃধা (৪৫), টুকু (৪৫), কবির ফরাজী (৩৫), সেলিম হোসেন মন্টু (৪৫), গাজী আফসার (৪৫), শহীদ খান (৫০), বাদশা ইসলাম (৪৮), সৈয়দ সাজ্জাদ হোসেন পরাগ (৫০), শেখ খায়রুল ইসলাম হিরু (৫০), শেখ জামাল উদ্দিন (৫৫), নুর আলম নুরু (৪৫), রিয়াজুল কবির (৪২), সোহেল (৪২), সৈয়দ মো. জুয়েল জুলু (৩৫), রফিকুল ইসলাম শান্ত (৪০), মিজানুর রহমান বাবু (৪২), মো. দেলোয়ার হোসেন খান (৪৩), শেখ মির্জা মাহামুদ (৪৮), কাজী মো. মিজানুর রহমান (৪৮), মো. আলামিন শেখ (৪৫), হুমায়ুন কবির পলাশ (৪৩), মো. সাহিদুল ইসলাম (৫১), মফিজুল সরদার মাফিজুল (৪৫) ও শেখ মো. আব্দুল্লাহেল কাফি ওরফে শখা (৩৮)।

উল্লেখ্য, শনিবার বিকালে মহানগরীর কেডি ঘোষ রোডের বিএনপি অফিসের সামনে বিদ্যুৎ, গ্যাসসহ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশের ছোড়া টিয়ারশেল ও রাবার বুলেটে ৫নং ঘাটভোগ ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কবির শেখ, রূপসা উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল মীর, বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, ডুমুরিয়া উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহিন মোল্লা, ডুমুরিয়া উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তামিম মোল্লা, খুলনা জেলা যুবদলের সাজু হাওলাদার, জেলা ছাত্রদলের মনিরুজ্জামান নয়ন হাওলাদার, ইয়াসিন, ফিরোজ মাহমুদ, ইসমাইল হোসেন, ইবাদুল হক রুবায়েত, ইস্তিয়াক আহমেদ ইস্তিসহ ১৫/২০ জন নেতাকর্মী আহত হয় বলে দাবি করেন বিএনপি নেতারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102