মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি অধীনে পরিচালিত ‘আলোর মিছিল স্কুল’র শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আলোর মিছিল স্কুলের শিক্ষার্থীরা পেল ঈদ উপহার
সংস্থার সাধারণ সম্পাদক আবু নাঈম হোসেন বলেন, আমাদের চেয়ারম্যান আনোয়ার -ই-তাসলিমা আপার নির্দেশনায় শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছি। এসবের মধ্যে রয়েছে সেমাই, গুড়ো দুধ, চিনি, চিকন চাল, তেল, সাবান ও সেম্পু। এছাড়াও কিছু শিক্ষার্থীকে পোশাকও দেয়া হয়েছে। আর এলাকার দুঃস্থদের মাঝেও এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। সবার ভালবাসায় আগামীতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন সভাপতি আনোয়ার হোসেন খান, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু নাঈম হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল আলম, শিক্ষা বিষয়ক সম্পাদীকা আফরোজা বেগম, কার্যকরি সদস্য আরিফুর হাসান সাগর ও স্থানীয় ব্যাক্তিবর্গ।