ads
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির ক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৫৫ বার পঠিত

সাতক্ষীরায় কর্মরত পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে করা মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থার চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা বলেন, সাতক্ষীরার পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে সম্প্রতি একটি ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতা ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে। হয়রানির উদ্দেশ্যে মামলাটি দায়ের করা হয়েছে। অবলম্বে এ মামলা প্রত্যাহারের আহ্বান জানান সংস্থাটি।

বিবৃতিতে আরও বলা হয়, তালা উপজেলার আটারই গ্রামে অবস্থিত শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস নামের ওই সেমাই কারখানায় নিম্নমানের ভেজাল সেমাই উৎপাদনসংক্রান্ত একটি খবর প্রকাশের পর র‍্যাব-৬ এর ভ্রাম্যমাণ আদালত কারখানাটিতে অভিযান চালান। বিএসটিআইয়ের নিবন্ধন ছাড়াই নিম্নমানের সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়ায় কারখানাটি সিলগালা ও ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনার কয়েক দিন পর ওই কারখানার মালিকপক্ষ উদ্দ্যেশ্য প্রণোদিতভাবে চাঁদাবাজির একটি সাজানো মামলা করেন।

উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে ওই পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে ২ এপ্রিল সাতক্ষীরার তালা আমলি আদালতে মামলা করেন স্থানীয় শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস কোম্পানির ব্যবস্থাপক জহর আলী সরদার। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আগামী ২৩ মের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সোহাগ হোসেন, ঢাকা মেইলের জেলা প্রতিনিধি গাজী ফারহাদ, স্থানীয় দৈনিক পত্রদূতের সাংবাদিক হোসেন আলী, দৈনিক মুক্ত খবরের সাংবাদিক হাবিবুর রহমান ও দৈনিক কালের চিত্রের সাংবাদিক শাহীন বিশ্বাস। তাদের বিরুদ্ধে শপিং ভ্যালি ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপক জহর আলী সরদারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং বাদীকে মারধর করে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102