চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। রোববার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার সোনাপাহাড় ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- চট্টগ্রামের জোরারগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের জহর লাল দাশের ছেলে পলাশ চন্দ্র দাশ (২৭) এবং পূর্ব দুর্গাপুর গ্রামের মো. সেলিমের ছেলে মো. সাইদ (২৯)।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, জোরারগঞ্জের সোনাপাহাড় ফিলিং স্টেশনের সামনে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে দুই মাদক কারবারিকে ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা হয়েছে।