চলচ্চিত্র তারকাদের নিয়ে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। অনেক সময় ভক্তদের কাণ্ডকারখানায় চোখ কপালে ওঠে সবার। দক্ষিণি তারকা তামান্না ভাটিয়ার এক ভক্ত এবার এমনই পাগলামি করে বসলেন যে কাঁদতে বাধ্য হলেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
মুম্বাই বিমানবন্দরে ঘটেছে এ ঘটনা। বিমানবন্দরে প্রবেশ করতেই এক অনুরাগী তামান্নার জন্য একগুচ্ছ উপহার নিয়ে আসেন। ফুলের তোড়া, কার্ড ও হাতে লেখা চিঠি। তবে তার থেকেও বড় উপহার অপেক্ষা করছিল অভিনেত্রীর জন্য। তামান্নার মুখের ছবি নিজের হাতে ট্যাটু করিয়েছিলেন অনুরাগী।
সেই ট্যাটু দেখেই আবেগপ্রবণ হয়ে পড়েন তামান্না। বিমানবন্দরেই ওই অনুরাগীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন অভিনেত্রী। তাকে গ্রহণ করার জন্য, তার কাজের প্রশংসা করার জন্য বরাবর নিজের অনুরাগীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তমন্না। তাকে ভালোবেসে যে কেউ তার ছবি ট্যাটু করিয়ে ফেলতে পারেন, সে কথা হয়তো কখনও কল্পনা করেননি অভিনেত্রী। গাড়িতে উঠে বিমানবন্দর ছেড়ে যাওয়ার আগেও তাকে ধন্যবাদ জানিয়ে যান তামান্না।
সম্প্রতি ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় আছেন তামান্না। অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, সহকর্মীর সঙ্গে সময় কাটালে অনেকেই মনে করেন তারা প্রেম করছেন। আসলে একটা বন্ধুত্ব তৈরি হয়। তবে বিজয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে। যা কি না অনেকটাই বন্ধুত্বে ভরা। আমরা দুজনেই দুজনকে সময় দিচ্ছি।