বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। তাদের দুজনকে একসঙ্গে দেখতে পছন্দও করেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে একে অপরের প্রতি তারা ভালোবাসা দেখাতেও কখনই পিছপা হন না। এই জুটির রসায়নও অন্য সবার চেয়ে আলাদা। তাদের ভালোবাসা ও সুন্দর বন্ধুত্বই সবার হৃদয় জয় করেছে।
সম্প্রতি একটি ভিডিও রণবীর সিং শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, হঠাৎ স্বামীকে হারিয়ে দিশেহারা দীপিকা। চোখে-মুখে চিন্তার ছাপ! তবে সেটা বাস্তবে নয়, পর্দায়। কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করার পর ফের একসঙ্গে দেখা যাবে তাদের। খবর হিন্দুস্তান টাইমসের।
ভিডিওতে দীপিকাকে বলতে দেখা যায়- ‘আমার স্বামী কাল রাত থেকে নিখোঁজ।’
দীপিকা যখন থানায় অভিযোগ জানাচ্ছেন, ঠিক তখনই রণবীরকে গুন্ডাদের পেছনে ধাওয়া করতে দেখা গেল। ঠিক বুঝলেন না তো? এটা কোনো সত্যি ঘটনা নয়, এটা রণবীর-দীপিকা জুটির কোনো আগামী প্রকল্পের ঝলক।
ভিডিওতে আরও দেখা যায়, রণবীর যখন গুন্ডাদের পেছনে ধাওয়া করেছেন ঠিক তখনই দেখা গেল রামচরণকে। তাকে থানার বাইরে একজন লোক ও ত্রিশা কৃষ্ণনের পেছনে দৌড়াতে দেখা যায়। সবশেষে রণবীরকে এক ব্যক্তির সঙ্গে ভীষণ রুক্ষ্ম মেজাজে কথা বলতে দেখা গেল। ভিডিওটি শেয়ার করেছেন রণবীর সিং নিজেই।
রণবীর ও দীপিকার সম্পর্ক ২০১২ সালে সঞ্জয়লীলা বনশালির ছবি রামলীলা তৈরির সময় থেকে। এরপর তারা একে অপরকে ডেট করতেও শুরু করেন। ছয় বছর সম্পর্কে থাকার পর রণবীর এবং দীপিকা ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ে করেন।
রণবীর এবং দীপিকার রসায়ন সম্পর্কে কথা বলতে গেলে, তারা কেবল বাস্তব জীবনে অনেকের প্রিয় দম্পতিই নয় বরং একটি সফল অনস্ক্রিন জুটিও বটে। বাজিরাও মাস্তানি ও পদ্মাবতীর মতো অনেক ছবিতে এই জুটি একসঙ্গে অভিনয় করেছেন।
আগামী ২৮ জুলাই মুক্তি পাবে রণবীর-আলিয়ার অভিনীত ‘রকি অর রানি কি প্রেম কাহানী’। ছবিতে আরও রয়েছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি এবং জয়া বচ্চন।