ঢাকাই সিনেমার অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন। বুধবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
মনোয়ার হোসেন ডিপজল বিষয়টি জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। চেয়েছেন দোয়া। পোস্টে তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছি, দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।
এর আগে বাঁ চোখে সমস্যা দেখা দিয়েছিল ডিপজলের। তখন তিনি সিঙ্গাপুরে চিকিৎসা করাতে গিয়েছিলেন।
ডিপজল অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।