চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জামায়াত-শিবিরের সাড়ে ৪০০ নেতাকর্মীর নামে তিনটি মামলা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে নগরীর কোতোয়ালী থানায় দুটি এবং খুলশী থানায় অন্য মামলাটি হয়। তিনটি মামলাই দায়ের করে পুলিশ। এর মধ্যে কোতোয়ালি থানায় আটক ৪০ জনকে মামলা দুটিতে গ্রেফতার দেখিয়ে বুধবার (১৬ আগস্ট) সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর।
এর আগে মঙ্গলবার বিকেলে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে সাঈদীর গায়েবানা জানাজা কেন্দ্র করে নগরীর দামপাড়া, ওয়াসা মোড় ও আলমাস সিনেমা মোড় এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীর জাগো নিউজকে বলেন, মঙ্গলবার জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে আলমাস মোড়ে জামায়াত শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা নিয়ে রাস্তায় প্রতিবন্ধকত সৃষ্টি করে। ওই সময় পুলিশের ওপর হামলা, পুলিশ সদস্যদের জখম করার ঘটনায় ঘটনাস্থল থেকে ৪০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জামায়াত শিবিরের ওই ৪০ জন নেতাকর্মীসহ পলাতক ২৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ২০০-২৫০ জনকে আসামি করে দুটি মামলা হয়।
অন্যদিকে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, মঙ্গলবার ওয়াসা মোড়ে পুলিশের ওপর জামায়াত শিবিরের নেতাকর্মীদের হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়। তবে এ মামলায় এখনো কেউ গ্রেফতার নেই বলে জানান ওসি।
#জাগো নিউজ