গত মাসেই আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বলিউডের পরিণীতি চোপড়া। এবার চর্চা চলছে তার পথেই হাঁটছেন জাহ্নবী কাপুর। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে আজকাল প্রায়ই দেখা যাচ্ছে জাহ্নবীকে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে বেশ ভালোই ঘুরে বেড়াচ্ছেন জাহ্নবী কাপুর। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে শিখর পাহাড়িয়া এবং জাহ্নবী কাপুর একসঙ্গে ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা না পড়লেও শিখর যখন বিমানবন্দরে পৌঁছেছিলেন, তখন তিনি জাহ্নবীর জন্য অপেক্ষা করেছিলেন। তারপর বিমানবন্দর টার্মিনালে নিরাপত্তারক্ষীদের সঙ্গে একা এসেছিলেন জাহ্নবী।
এসময় ভিডিওতে দেখা যায়, নো-মেকআপ লুকে বিমানবন্দরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বগি রাইডে উঠতে দেখা যায় জাহ্নবীকে। শিখর ইতিমধ্যেই বসে ছিলেন সেখানে। তিনি জাহ্নবীর জন্য অপেক্ষা করছিলেন। তবে এ জুটি ছুটি কাটাতে কোথায় গিয়েছেন তা অবশ্য জানা যায়নি।
এদিকে কিছুদিন আগে তিরুপতি মন্দিরেও একসঙ্গে পুজা দিতে গিয়েছিলেন তারা। এছাড়া আম্বানিদের গণেশ পুজায় প্রতিমা বিসর্জনের সময় ‘ভাসান ডান্স’ করতেও দেখা গেছে জাহ্নবী ও শিখর কে।
শিখরের সঙ্গে জাহ্নবীর বন্ধুত্ব বহু পুরনো। তবে মাঝে তাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল বলেই শোনা যেত। এর আগে ‘ধড়ক’-এর সময় শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের সঙ্গে জাহ্নবীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সে সম্পর্ক টেকেনি। ফের শিখরের কাছেই ফিরেছেন জাহ্নবী।
এক সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছিলেন, তার জীবনে প্রথম যে সিরিয়াস সম্পর্ক ছিল, তাতে শ্রীদেবীর সায় না থাকায় সেই সম্পর্ক ভাঙতে হয়। জাহ্নবীর কথায়, ‘আমার জীবনের প্রথম সিরিয়াস সম্পর্ক সেটা। তবে বাবা-মা চাইতেন না আমি প্রেম করি। তাই লুকিয়ে লুকিয়ে দেখা করতাম। তবে একটানা মিথ্যে বলতে বলতে ক্লান্ত ছিলাম। পরে সেই সম্পর্ক থেকে বের হয়ে আসি।’ তবে জাহ্নবীর সেই প্রথম প্রেম কে ছিলেন, তা অবশ্য তিনি খোলসা করেননি।