ময়মনসিংহে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ২৫০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর ৩ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শেখ জহিরুল ইসলাম মুন্না এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন, রিয়াদুল ইসলাম শাহীন (৩০), রাকিবুল হাসান (২৮), মো.শফিকুল ইসলাম হামিম (২৫), মো. হুমায়ুন কবির (২৬), মো. নেয়ামত উল্লাহ (১৯), মো. আওলাদ হোসেন (৩২), মাসুদ রানা (৪৩), আল আমিন (২৫) ও আবু নায়েদ মোহাম্মদ আব্দুল কাদের (৬০)।
এর আগে শনিবার (১৪ অক্টোবর) দিনগত রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, শনিবার সকাল ৮টার দিকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের ভাটিবাড়েরা ঢাকা বাইপাস সড়কে বিক্ষোভ মিছিল করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন জামায়াতের নেতাকর্মীরা। এসময় তারা ককটেল বিস্ফারণ ও নাশকতামূলক কর্মকাণ্ড করেন। এ ঘটনায় ওইদিন পুলিশ বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করে মামলা করে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিকেল তাদের কারাগারে পাঠানো হয়েছে।