এবার সিয়াম আহমেদের সঙ্গে জুটি বাঁধছেন নায়িকা ইধিকা পাল। সিনেমার নাম ‘সিকান্দার’।
খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক তামিম রহমান।
তিনি বলেন, দুজনের সঙ্গে কয়েকবার বসা হয়েছে। গল্প শুনেছেন। কাজটি করার জন্য দুজনই রাজি। শুটিংয়ের জন্য তারা প্রস্তুত হচ্ছেন। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করার কথা সিয়ামের।
‘সিকান্দার’ নির্মিত হবে সংকটের গল্প নিয়ে। যৌথভাবে এর গল্প লিখেছেন তামিম রহমান, সরদার সানিয়াত ও অনন্য মামুন। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।
শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’য় অভিনয় করে পরিচিতি পেয়েছেন ইধিকা। এরপর বাংলাদেশের আরেক তারকা শরিফুল রাজের বিপরীতে হাসিবুর রেজার ‘কবি’ সিনেমার কাজ সম্প্রতি শেষ করেছেন ইধিকা। বর্তমানে দেবের বিপরীতে কলকাতার সিনেমা ‘খাদান’-এ কাজ করছেন তিনি।