রাজশাহীতে ৯টি সোনার বারসহ এক মোহাম্মদ কামরুজ্জামান ডাবলু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরীর লক্ষীপুর এলাকার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাবলু তিনি রাজশাহীর দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকার ইন্তাজ আলীর ছেলে। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসরাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে রামেক হাসপাতালের সামনে থেকে ফুটপাতে ডিবি মহানগর এবং রাজপাড়া থানা পুলিশ সমন্বয়ে অভিযান চলকালে কামরুজ্জামানের মোটরসাইকেলের গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছে থেকে ৯টি সোনার বার জব্দ করা হয়।
তিনি আরও জানান, প্রতিটি বারের আনুমানিক ওজন ৯.৯৯ গ্রাম অর্থাৎ মোট সোনার ওজন প্রায় এক কেজি। ইতিমধ্যে মেশিন দ্বারা পরীক্ষা করে এগুলো ২৪ ক্যারেট মানের সোনা বলে নিশ্চিত হওয়া গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।