বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীনদের জবাবদিহিতা নেই। বর্গির মতো দেশের সম্পদ লুট হয়ে যাচ্ছে। দরবেশ, সন্ন্যাসীসহ বড় বড় আলেমরাও লুটপাট করছেন।
রোববার (২ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ কোথায় আছেন, সরকার সেটা না জানলে সেই সরকার কি আছে- প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ক্ষমতাসীনদের জবাবদিহিতা না থাকাতেই বেনজীরের মতো ঘটনা ঘটছে; বর্গির মতো দেশের সম্পদ লুট হচ্ছে। দরবেশ, সন্ন্যাসী, বড় বড় আলেম-সবাই লুটপাট করছে, এমপিরা চোরাচালান করতে গিয়ে টুকরা টুকরা হচ্ছে।
এ সময় জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের প্রশংসা করেন মির্জা ফখরুল। বলেন, আমি জামায়াতের রাজনীতি সমর্থন করি না। কিন্তু তাদের যে সাংগঠনিক কাঠামো তা অত্যন্ত বিজ্ঞানসম্মত। নিজেরা নিজেরা পড়ালেখা করে ও পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
সরকারকে প্রতিরোধ করতে না পারলে দেশকে বাঁচানো যাবে না দাবি করে মির্জা ফখরুল আন্দোলনকে বেগবান করে সরকার পতন করতে নেতাকর্মীদের আহ্বান জানান।
জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে সামনে নিয়ে আসেন আন্তর্জাতিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।