বেনাপোল সীমান্ত এলাকা থেকে ছোট বড় ১৯ পিচ সোনার বারসহ মাহাফুজ মোল্লা (২৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সোনার ওজন চার কেজি।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বেনাপোল-যশোর মহাসড়কের আমড়াকালি বিজিবি চেকপোস্ট থেকে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে স্বর্ণের বড় এ চালানসহ মাহাফুজকে আটক করা হয়।
আটক ব্যক্তি নড়াইল জেলার বড়দিয়া গ্রামের মৃত হাসমত মোল্লার ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিকেলে ৪টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, যশোর থেকে একটি বাসে করে স্বর্ণের বড় একটি চালান বেনাপোল যাচ্ছে। খবর পেয়ে আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকায় বাসে তল্লাশি চালানো হয়। এসময় একটি বাসের এক যাত্রীর কাছে ১৯টি ছোট বড় স্বর্ণের বার পাওয়ায় তাকে আটক করা হয়। ১৯টি সোনার বারের ওজন চার কেজি। যার আনুমানিক বাজার মূল্য চার কোটি ৬১ লাখ টাকা। এ ব্যাপারে মামলা দিয়ে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হচ্ছে।