পেশাদার ফুটবল থেকে আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন রাফায়েল ভারানে। ফ্রান্সের হয়ে ২০১৮ সালে বিশ্বকাপ জয় করেন তিনি।
৩১ বছর বয়সে ফুটবলকে বিদায় জানানো এই ফরাসি ডিফেন্ডার গত জুলাইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইতালিয়ান ক্লাব কোমো তে পাড়ি জমান। ম্যানইউয়ের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি টান্সফারে কোমোতে নাম লেখান তিনি।
তবে সিরি আর দলটির হয়ে ক্যারিয়ার বড় করতে পারলেন না তিনি। নতুন ক্লাবের হয়ে কেবল একটি ম্যাচ খেলেছেন তিনি। জক্লাব ক্যারিয়ারে ভারানের সোনালী সময় কেটেছে রিয়ালের হয়ে। স্প্যানিশ জায়ান্টদের হয়ে তিনটি লা লিগা এবং চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি।
এরপর রিয়াল থেকে ম্যানইউয়ে পাড়ি জমান তিনি। তবে রেড ডেভিলদের দলে নাম লেখানোর পর থেকেই চোটের বিরুদ্ধে লড়তে হয়েছে তাকে। নতুন ক্লাব কোমোতে নাম লেখানোর পর সম্প্রতি হাঁটুর চোটে পড়েছেন তিনি। চোটের কারণেই ফুটবলকে বিদায় জানিয়েছেন এ তারকা।
রিয়ালের হয়ে ১০ বছরে ৩৬০ ম্যাচ খেলা ভারানে গত বছরের শুরুতেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই তারকা ডিফেন্ডার।