চট্টগ্রামের একটি দুর্গা পূজামণ্ডপে ‘ইসলামিক সঙ্গীত’ গাওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। গান পরিবেশনকারীদের জামায়াত-শিবির বলা হলেও জানা যায়, গান পরিবেশনকারী দলটি চট্টগ্রাম কালচারাল একাডেমি নামে একটি সংগঠনের।
নগরীর জেএম সেন হলের পূজামণ্ডপে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম কালচারাল একাডেমির একটি ইসলামিক গানের দল গান পরিবেশন করে। সে গানের ভিডিও পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
জানা যায়, চট্টগ্রাম নগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে গানের দলটি মঞ্চে উঠে। কিন্তু এ বিষয়ে পূজা উদযাপন পরিষদের আর কাউকেই বিষয়টি জানাননি সজল দত্ত। গানের দলটি আমন্ত্রণ পেয়ে মঞ্চে উঠে শাহ আবদুল করিমের লেখা বিখ্যাত গান ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ এবং চৌধুরী আবদুল হালিমের লেখা ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান’ শীর্ষক গান দুটি পরিবেশন করেন। এর মধ্যে ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’ গানের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।এ বিষয়ে জানতে চট্টগ্রাম নগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
চট্টগ্রাম কালচারাল একাডেমিকে জামায়াত-সংশ্লিষ্ট সংগঠন বলা হলেও সংগঠনটির দাবী, এটি জামায়াতের কোনো অঙ্গ সংগঠন নয়। গান পরিবেশনের ঘটনায় ‘ছাত্রশিবিরের নাম জড়িয়ে অপপ্রচার চালানোর’ প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা।
এদিকে সংগঠনটিকে আমন্ত্রণ জানিয়ে গান গাইতে দেয়ার ঘটনায় পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তকে বহিস্কার করেছে চট্টগ্রাম নগর পূজা উদযাপন পরিষদ।
#বাংলাভিশন