ads
মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

ময়মনসিংহে সাংবাদিকের ওপর হামলার বিচার দাবি শেরপুর প্রেসক্লাব’র

শেরপুর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৫২ বার পঠিত

ময়মনসিংহে যমুনা টেলিভিশনের ব্যুরো চিফ হোসাইন শাহীদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শেরপুর প্রেসক্লাব।

১০ অক্টোবর শেরপুর প্রেসক্লাব’র সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

শেরপুর প্রেক্লাবের নেতৃবৃন্দ বলেন, এই ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে সকল হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে।

উল্লেখ্য, বুধবার (৯ অক্টোবর) যমুনা টেলিভিশনের সাংবাদিক হোসাইন শাহীদ ও দেলোয়ার হোসেন মোটরসাইকেলযোগে অ্যাসাইনমেন্টে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে এবং কথা কাটাকাটি হয়। এতে মোটরসাইকেল আরোহীর সঙ্গে থাকা একজন বাইক থেকে পড়ে যায়। ফলে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল আরোহী পাথর তুলে সাংবাদিক হোসাইন শাহীদকে মারতে উদ্যত হন। সহকর্মীকে বাঁচাতে গেলে ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের ওপর চড়াও হন সেই দুর্বৃত্ত। পাথর দিয়ে আঘাত করেন তাকে। এতে দেলোয়ার হোসেনের হাত ভেঙে যায়। তিনি এখন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102