গাংনীর সানঘাট গ্রামে বোন ও ভাইয়ের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) রাতে গাংনী থানায় মামলাটি দায়ের করেন নিহত স্কুল শিক্ষক জাকিউল ইসলাম ইলমার স্বামী জাহিদ হোসেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে মহিবুল ইসলাম ওহিদকে। অপর আসামিরা হলেন, ওহিদের স্ত্রী স্কুল শিক্ষক মালা খাতুন ও তার পুকুরের নিরাপত্তা কর্মী একই গ্রামের বিছার উদ্দীনের ছেলে শরিফুল ইসলাম।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম ও মামলার বাদী জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, মামলার প্রধান আসামি ওহিদকে ঘটনার দিন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে। আহতাবস্থায় আটক করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে আজ সোমবার (১৪ অক্টোবর) সকালে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মহিবুল ইসলাম ওহিদ ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি স্থানীয় এনজিও সানঘাট পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক।
নিহতরা হলেন- তার আপন বোন জোছনা খাতুন ও মেজো ভাই জাহিদ হোসেনের স্ত্রী স্কুল শিক্ষক জাকিয়া ইসলাম ইলমা।
উল্লেখ্য, গত শনিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার সময় পৈত্রিক সম্পত্তির ভাগাভাগি ও পুকুরে মাছ ছাড়ার প্রস্তুতিকালে মহিবুল ইসলাম ওহিদ তার বোন জোছনা খাতুন, মেজো ভাই জাহিদ হোসেন, তার স্ত্রী জাকিউল ইলমা ও ছোট বোন শামীমা খাতুনকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই জাকিউল ইলমা ও জোছনা খাতুন নিহত হন। গুরুতর আহত হন ভাই জাহিদ হোসেন ও অপরা বোন শামীমা খাতুন।