ads
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

বরিশালে ২৬ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৩০ বার পঠিত

বরিশালে ২৬ মামলার আসামি আকাশ হাওলাদার ওরফে কালা মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) নগরের হাতেম আলী কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আকাশ হাওলাদার (৩৫) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে। এক মাসের প্রচেষ্টায় আসামি আকাশকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ছগির হোসেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ইন্সপেক্টর ছগির হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আকাশ ওরফে মাসুদ বিভিন্ন সময়ে টাকার বিনিময়ে টার্গেট করা ব্যক্তিকে কুপিয়ে আহত ও হত্যার ঘটনা ঘটিয়েছে। বরিশাল নগরের ছিনতাইকারীদের গডফাদার ও ভাড়াটে খুনি নামে পরিচিত সে। তাই আমরা তাকে গ্রেপ্তার করতে গত একমাস ধরে একাধিক অভিযান চালিয়েছি। তার বিরুদ্ধে হত্যা ছাড়াও ডাকাতি, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে। গত এক বছরে বরিশাল নগরীতে প্রায় অর্ধশত চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটালেও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে অনেকটা ব্যর্থ হয়েছিল।

নগরীর কলেজ এভিনিউ এলাকার বাসিন্দা মনির খলিফা বলেন, ধোপাবাড়ির মোড়, কলেজ অ্যাভিনিউ, বৈদ্যপাড়াসহ কয়েকটি স্থানে রয়েছে কালা মাসুদের সন্ত্রাসী গ্রুপের সদস্যরা। তারা টাকার বিনিময়ে বিভিন্ন অপরাধ করে থাকে। তাই অবিলম্বে কালা মাসুদের সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো মিজানুর রহমান বলেন, সন্ত্রাসী কালা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। এ ছাড়া নতুন আরও ৪টি মামলার আসামি এই কালা মাসুদ। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102