নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল জব্বার বলেছেন, যারাই গাজীপুর, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ বিসিক, নরসিংদী ও চট্রগ্রামে দেশবিরোধী চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে কঠিন হস্তক্ষেপ নিতে হবে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় সম্মেলনে ৩৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়। আব্দুল মান্নান জেলা সভাপতি, মো. রিদওয়ানুল আজিম পুনরায় জেলা সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন।
আব্দুল জব্বার বলেন, আমরা শুধু মাত্র রাজনৈতিক কর্মসূচি পালনে সংগঠনকে মজবুত করবো, বিষয়টি তা নয়। আমাদের চিন্তা ধ্যান ধারণা, অর্থনৈতিক ও শ্রমনীতি সবকিছুই হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহর গোলামরা আল্লাহ ছাড়া কাউকেই ভয় পায় না। সে যত বড়ই তাগুদি শক্তি হউক না কেন। আমরা মনে করি আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর হুকুম কায়েম হলেই সমাজে আর অন্যায় অবিচার থাকবে না।
সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি হাফেজ আবদুল মোমিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা মো হাফিজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা দক্ষিণ অঞ্চল সহকারী পরিচালক এস এম শাহজাহান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা দক্ষিণ অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন।
এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মো রিদওয়ানুল আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান।