ads
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন

গরু নিয়ে পালানোর সময় ৪ ডাকাতকে গণপিটুনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫ বার পঠিত

ঝিনাইদহ সদরের নাথকুন্ডু এলাকায় গরু নিয়ে পালানোর সময় গণপিটুনিতে ৪ ডাকাত আহত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- যশোর জেলা শহরের আশ্রমরোড এলাকার কোরবান শেখের ছেলে মানিক শেখ, একই এলাকার জব্বার মিয়ার ছেলে সাইফুল, বাগেরহাট জেলার ফকিরহাট থানার কচাতলা গ্রামের সেলিম শেখের ছেলে সাইফুল শেখ ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী গ্রামের মতিয়ার রহমানের ছেলে আশরাফুল হোসেন।

এর আগে গরু নিয়ে পালানোর সময় ডাকাতদের হামলায় গুরুতর আহত হন ঝিনাইদহ সদর উপজেলার বাতপুকুরিয়া গ্রামের শিমুল নামের এক যুবক।

জানা যায়, চুয়াডাঙ্গা জেলা থেকে কয়েকজন ব্যবসায়ী ছোট আকারের ১০টি গরু ট্রাকে করে নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ডাকাতরা ওই ট্রাকটির গতিরোধ করে চালক ও কয়েকজন ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। পরে দ্রুত ওই ট্রাকের ১০টি গরু নিজেদের ট্রাকে তুলে পালানোর চেষ্টা করে ডাকাতরা। তখন পেছনে থাকা মোটরসাইকেল আরোহী শিমুল ও অপর এক ব্যক্তি ডাকবাংলা পুলিশ ক্যাম্পে বিষয়টি জানিয়ে ট্রাকের পেছনে ডাকাত ডাকাত বলে ছুটতে থাকে। এক পর্যায়ে ডুগডুগি এলাকায় ডাকাতরা ট্রাকের ধাক্কা দিয়ে তাদের ফেলে দেয়। পরে সাগান্না ইউনিয়নের নাথকুন্ডু এলাকায় পৌঁছালে এলাকার লোকজন টের পেয়ে ডাকাতদের ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের আটক করে এবং গরুসহ ট্রাকটি জব্দ করে। গরুগুলোকে পরবর্তী সময়ে তাদের মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হবে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102