ads
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন

সাংবাদিক তুরাব হত্যা: পাঁচ দিনের রিমান্ডে সাবেক এডিসি সাদেক দস্তগীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫ বার পঠিত

সাংবাদিক আবু তাহের মো. তুরাব হত্যা মামলায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার সাদেক কাওসার দস্তগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন বিচারক।

বিকেল পাঁচটায় সেনা ও পুলিশের কড়া নিরাপত্তায় দস্তগীরকে আদালতে তোলা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তা মোহাম্মদ মুরসালিনের আবেদনের প্রেক্ষিতে বিচারক দস্তগীরের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে শেরপুর থেকে দস্তগীরকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি আবু তাহের মো. তুরাব। এই ঘটনায় গত ১৯ আগস্ট সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই আবুল হাসান মো. আজরফ (জাবুর)।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম- উত্তর) মো. সাদেক দস্তগীর কাউছার, উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় আরো ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলাটি প্রথমে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানা তদন্ত করলেও পরে আদালত পিবিআই’র কাছে হস্তান্তরের নির্দেশ দেন।

গত ৯ নভেম্বর ঘটনাস্থল সিলেটের কোর্টপয়েন্ট এলাকা পরিদর্শনের মধ্য দিয়ে তদন্ত কাজ শুরু করেন পিবিআই সিলেটের কর্মকর্তা মোহাম্মদ মুরসালিন। ১৭ নভেম্বর রাতে মামলার আসামি কনস্টেবল উজ্জ্বলকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পিবিআই। পরে আদালতের নির্দেশে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102