ads
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
দুর্ভাগ্য অনেকেই এখন বলছে বিএনপি সংস্কার চায় না : মির্জা ফখরুল সাঈদীর সাক্ষী সুখরঞ্জনকে যেভাবে গুম করে নিয়ে যাওয়া হয় ভারতে জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫৬ শিশু-কিশোর দেশে ১৬ বছরে শেখ হাসিনার দাস আর দালাল তৈরি হয়েছে: সারজিস সংস্কারে একমত হলে পরস্পরকে প্রতিপক্ষ ভাবার কারণ নেই: রিজওয়ানা ত্রিপুরা বসতিতে অগ্নিকাণ্ডে ‘এসপি বাগান’ ও বেনজীরের নাম আসছে কেন? মনমোহন সিংয়ের মৃত্যু: ভারতে ৭ দিনের শোক পানির ট্যাংকে লুকিয়েছিলেন একাধিক মামলার আসামি আ. লীগ নেত্রী কাবেরী দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কা, তিন শ্রমিকের মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী স্বপন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

নসরুল হামিদ ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬ বার পঠিত
প্রতিমন্ত্রী নসরুল হামিদ

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩৬ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার টাকার অবৈধ সম্পদ ও ৯৮ ব্যাংক হিসাবে ৩ হাজার ১৮১ কোটি ৫৮ লাখ ৮৩ হাজার টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে মামলা করেছে দুদক।

একইসঙ্গে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নসরুল হামিদ বিপুর স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের নামেও পৃথক মামলা করেছে কমিশন। এসব মামলায়ও আসামি করা হয়েছে নসরুল হামিদ বিপুকে।

দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে বিপুর বিরুদ্ধে।

অপর মামলায় আসামি নসরুল হামিদ ও তার ছেলে জারিফ হামিদ। জারিফ হামিদের বিরুদ্ধে ২০ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার ২০টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৭১ লাখ টাকা জমা ও ১৭ কোটি ৪১ লাখ টাকা উত্তোলন হয়েছে।

এজাহারে এই লেনদেনকে অস্বাভাবিক ও সন্দেহজনক উল্লেখ করে এটাকে মানিলন্ডারিং সংক্রান্ত অপরাধ বলা হয়েছে। পাশাপাশি নসরুল হামিদের প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার ছেলে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

তৃতীয় মামলার আসামি নসরুল হামিদ ও তার স্ত্রী সীমা হামিদ। এজাহারে সীমা হামিদের বিরুদ্ধে ৬ কোটি ৯৪ লাখ ৩৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ২০টি ব্যাংক হিসাবে ১২ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার ৬৯৯ টাকা জমা ও ১১ কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৮১৮ টাকা উত্তোলন হয়েছে।

এজাহারে এই লেনদেনকে অস্বাভাবিক ও সন্দেহজনক উল্লেখ করে এটাকে মানিলন্ডারিং সংক্রান্ত অপরাধ বলা হয়েছে। পাশাপাশি নসরুল হামিদের প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার স্ত্রী জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ১৫:৪২
  • ১৭:২২
  • ১৮:৪১
  • ৬:৩৮
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102