ads
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন

সাবেক দুই প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ১০ বার পঠিত

ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই অভিযোগে কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।

কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে ১২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৩৮৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ৯টি ব্যাংক হিসাবে ৩০ কোটি ৪৫ লাখ ৩২ হাজার টাকা লেনদেন হয়েছে।

এদিকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ২৭ লাখ ৩১ হাজার ৩৫৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ৯টি ব্যাংক হিসাবে ২২ কোটি ৩১ লাখ ৫০ হাজার ১৭৪ টাকার অস্বাভাবিক লেনদেন করা হয়েছে।

দুদক কর্মকর্তা জানান, দুই প্রতিমন্ত্রী ছাড়াও কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহানের বিরুদ্ধে ৪ কোটি ২০ লাখ ৭২ হাজার ৩৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ৬টি ব্যাংক হিসাবে ১১ কোটি ৪৩ লাখ ৮৩ হাজার ৪৩৫ টাকা অস্বাভাবিক লেনদেন করা হয়েছে। মামলায় তার স্ত্রী মাহমুদা সিদ্দিকীকেও আসামি করা হয়েছে। তিনি স্বামীর ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ১৯ লাখ ৪৩ হাজার ৩৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৬
  • ১২:১৬
  • ১৬:১৯
  • ১৮:০০
  • ১৯:১৪
  • ৬:২৮
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102