ads
সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

হাসিনার সেই পিয়নের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৭ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত স্টাফ (পিয়ন) মো. জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের পক্ষে উপ-পরিচালক মো. রাশেদুল ইসলাম তাদের নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম ঢাকায় তার নিজ নামে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এর মধ্যে তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ৮ ব্যাংক অ্যাকাউন্টে ২৩টি হিসাবে মোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা স্থানান্তর করা হয়।

আসামিদের বিদেশ গমনের নিষেধাজ্ঞার বিষয়ে হাইকোর্টের রিট পিটিশন রায়ের প্রেক্ষিতে আদালতের অনুমতি নেওয়া প্রয়োজন।

ওই আবেদনের শুনানি শেষে বিচারক বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন বলে জানান দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন।

এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ১৭ ডিসেম্বর জাহাঙ্গীর আলম ও তার স্ত্রীর কামরুন নাহারের বিরুদ্ধে মামলা করে দুদক।

প্রসঙ্গত, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বলেছিলেন, ‘বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। এটা বাস্তব কথা। কী করে বানাল এই টাকা। যখন আমি জেনেছি, তাকে বাদ দিয়ে কার্ড সিজ করে আমি ব্যবস্থা নিয়েছি। এটা তো হয়। ধরার পর এগুলো চোখে আসে। তা ছাড়া তো হয় না। যখনই ধরা পড়ে, তখনই আমরা ব্যবস্থা নেই। ’

তবে শেখ হাসিনা তখন কারো নাম বলেননি। তার সংবাদ সম্মেলনের পর আলোচনা-সমালোচনা শুরু হলে গণমাধ্যমে প্রকাশ পায় জাহাঙ্গীরের নাম। এরপরই বাংলাদেশ ব্যাংক তার হিসাব অবরুদ্ধসহ লেনদেনের যাবতীয় তথ্য চেয়ে নির্দেশনা দেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১
  • ১২:১৩
  • ১৬:২৫
  • ১৮:০৯
  • ১৯:২২
  • ৬:১২
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102