একজনকে ঘুসি মেরে পালানোর সময় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে ছোট মেরুং বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. আবদুল লতিফ খাগড়াছড়ির দীঘিনালা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি চংড়াছড়ি এসএসইডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আবদুল লতিফ মাস্টার ছোট মেরুং ১নং কলোনি এলাকার মৃত নুর হোসেনের ছেলে।
দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, স্থানীয় ইস্যুকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে আবদুল লতিফ (মাস্টার) একজনকে ঘুসি মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় তাকে ধরে ফেলে। পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দীঘিনালা ও খাগড়াছড়ি সদর থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া ঘুসি মারার ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।