সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ, মুজিবনগর উপজেলা কৃষক লীগ ও আওয়ামী লীগের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত থেকে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে তাদের গ্রেপ্তার করা হয়।
মেহেরপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাকসুদা খানম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের পঞ্চমদিনে মুজিবনগর থানায় চার, গাংনী থানায় তিন ও সদর থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মুজিবনগর থানায় গ্রেপ্তাররা হলেন- মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. আরিফুল এনাম বকুল (৬০), মুজিবনগর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি ও শিবপুর গ্রামের শরিয়ত শেখের ছেলে আরজ আলী (৫০), বাগোয়ান ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাগোয়ান গ্রামের মৃত ওমর আলীর ছেলে মো. আলতাফ হোসেন (৪৮), মহাজনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও একই গ্রামের মৃত খেদের আলীর ছেলে মো. রাসেল আহমেদ (৩১)।
গ্রেপ্তাররা মুজিবনগর থানায় একটি মামলার এজাহার নামীয় আসামি। মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের সুরোজ মিয়া বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে মামলাটি দায়ের করেন।
গাংনী থানায় গ্রেপ্তাররা হলেন- উপজেলার সানঘাট গ্রামের আবেদ আলীর ছেলে যুবলীগ নেতা মোহাম্মদ জাকিরুল ইসলাম (৩০), একই উপজেলার যুবলীগ নেতা ও রাধাকৃষ্ণপুর ধলা গ্রামের সহিব উদ্দীনের ছেলে মোহাম্মদ আসিম উদ্দিন (৩৫) ও খেদমত আলীর ছেলে যুবলীগ নেতা মো. সাগর (৪৫)। গাংনী থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
এছাড়া সদর থানায় গ্রেপ্তাররা হলেন- মেহেরপুর শহরের মল্লিকপাড়ার হারু শেখের ছেলে মো. সোহেল শেখ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা রয়েছে।
গ্রেপ্তারদের শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে আদালতে নেওয়া হয়েছে।