যশোরে যৌথবাহিনীর অভিযানে শহরের রেলগেট এলাকার আলোচিত সন্ত্রাসী ইমন কাজী (২৫) ও তার সহযোগী সোহাগ শেখ (২৬) গ্রেফতার হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার পুলেরহাট কৃষ্ণবাটি গ্রাম থেকে ইমনকে ও শহরের রেলগেট তেঁতুলতলা এলাকা থেকে সাগরকে গ্রেফতার করা হয়।
ইমন কাজী শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার কাজী খালিদ হোসেনের ছেলে ও সোহাগ শেখ শহরের রেলগেট তেঁতুলতলা এলাকার মুন্না শেখের ছেলে। ইমনের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক আইনসহ ১০টি মামলা রয়েছে।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভূইয়া এ তথ্য জানান।
জেলা পুলিশের মিডিয়া সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম সদর উপজেলার পুলেরহাট কৃষ্ণবাটি গ্রামে অভিযান চালিয়ে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ইমন কাজীকে গ্রেফতার করে। এসময় তার সঙ্গে থাকা সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। পরে তার তথ্যের ভিত্তিতে শহরের রেলগেট তেঁতুলতলা আদর্শপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে তার সহযোগী সোহাগ শেখকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারদের তাদের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে পলাতক আসামি মারুফ হোসেন সাগরের বাড়ি তল্লাশি করে তার খাটের নিচে সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে একটি গাছি দা, একটি ধারালো ছুরি, দুটি ধারালো বার্মিজ চাকু ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এসআই কামরুজ্জামান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।