বগুড়া জেলার শেরপুর উপজেলায় বিস্ফোরকের একটি মামলায় সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মো. সোলেমান আলী (৫২) গ্রেপ্তার হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার সীমাবাড়ী বগুড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার সোলেমান সীমাবাড়ী ইউনিয়নের কালিয়াকৈর-পাঁচবাড়িয়া এলাকার মৃত ফজর আলী শেখের ছেলে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, গত ১৫ নভেম্বর দায়ের করা বিস্ফোরণ মামলার আসামি সোলেমানকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে পাঠানো হয়েছে।