ads
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম

হাজং ভাষায় শিক্ষার বাস্তবতা বিষয়ক মতবিনিমিয় সভা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৬ বার পঠিত

লিখিত বর্ণমালা না থাকায় মুখে মুখে প্রচলিত হাজং নৃ-জনগোষ্ঠির ভাষা আজ হারিয়ে যেতে বসেছে। ভাষার সাথে হাজংরা হারাতে বসেছে নিজেদের সংস্কৃতি। একদিকে বাংলা ভাষার দাপট, অন্যদিকে টিকে থাকার জীবন সংগ্রামে পরিবার থেকে সমাজ, পেশাগত জীবন সর্বত্র হাজং ভাষার চর্চা কমেছে। বিদ্যালয়েও নেই হাজং ভাষায় পড়ার সুযোগ। এমন বস্তবতায় হাজং ভাষাকে টিকিয়ে রাখতে নিজস্ব বর্ণমালা প্রণয়ন করে হাজং ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়নের দাবী জানিয়েছেন হাজং জনগোষ্ঠির নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞরা। এ বিষয়ে রাষ্ট্র কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে তারা প্রত্যাশা করেছেন। সেইসাথে হাজং পরিবারেও নিজিদের মধ্যে হাজং ভাষার চর্চা আরো বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

‘মাতৃভাষায় শিক্ষার বাস্তবতা :
প্রেক্ষিত শেরপুরের হাজং জনগোষ্ঠি’ শীর্ষক এক মতবিনিময় সভায় এমন দাবী ও আলোচনা ওঠে আসে। ২৪ ফেব্রæয়ারি সোমবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কয়রাকুড়ি বন্ধধারা বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এবং বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন শেরপুর জেলা শাখার সহায়তায় নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি এ মতবিনিময় সভাটির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন হাজং নেত্রী কল্পনা রাণী হাজং। অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন কবি-শিক্ষাবিদ, গবেষক জ্যোতি পোদ্দার।

অনুষ্ঠানে প্রধান অতিথি জনউদ্যোগ আহŸায়ক শিক্ষক আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি নালিতাবাড়ী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিরেন চন্দ্র বর্মণ, ধান গবেষক সেন্টু হাজং, জেলা জাতীয় হাজং সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষক শ্যামল চন্দ্র হাজং প্রমুখ বক্তব্য রাখেন।

জনউদ্যোগ সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুল-এর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বন্ধধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরুল কায়েস, সাংবাদিক এম. সুরুজ্জামান, ক্লডিয়া নকরেক কেয়া, সিপিবি নেতা সোলায়মান আহমেদ, ক্ষুদে শিক্ষার্থী পুস্পিতা হাজং, কৃষানী বন্দনা হাজং প্রমুখ। সভায় হাজং নেতা জীবন কিশোর হাজং, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শরিফুর রহমান, আইপি ফেলো সুমন্ত বর্মন সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কমিউিনিটি লিডার সহ হাজং সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শেষে ক্ষুদে শিক্ষার্থীরা হাজং ভাষায় গান পরিবেশন করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102