ads
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজু ভাস্কর্য থেকে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা, দুই দফা দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৫৫ বার পঠিত

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা করেছেন নারী শিক্ষার্থীরা। এই প্লাটফর্ম থেকে তারা দুইদফা দাবি জানিয়েছেন।

এগুলো হলো- বিশেষ ট্রাইবুনাল গঠন করে বিগত সময়ের সকল ধর্ষককে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং মাগুরায় আছিয়াকে ধর্ষণের ঘটনায় ধর্ষকদের ফাঁসি কার্যকর করা। এই দুটি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মঞ্চ থেকে নিয়মিত কর্মসূচি পালন করবেন তারা৷

৯ মার্চ ভোর রাত ২টা নাগাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এবং ঢাবি সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী রাফিয়া রেহনুমা হৃদি এ ঘোষণা দেন। এছাড়াও আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭ টায় সারাদেশে ধর্ষণের বিচারের দাবিতে মশাল মিছিল কর্মসূচি ঘোষণা করেন উমামা ফাতেমা। এরপর তারা হলে ফিরে যান।

এর আগে রাত ১২টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। তারা ধর্ষকের বিচার দাবি করেন এবং ‘তুমি কে, আমি কে, আছিয়া, আছিয়া’ স্লোগান দেন।

শুরুতে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর প্রদক্ষিণ করেন। পরে তাদের সাথে অন্যান্য হলের নারী শিক্ষার্থীরা যোগ দেন। নারীদের সাথে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে পুরুষ শিক্ষার্থীরাও জড়ো হন।

কর্মসূচি ঘোষণা দিয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফিয়া রেহনুমা হৃদি বলেন, আজকের কর্মসূচি থেকে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা করা হলো। যতক্ষণ পর্যন্ত আছিয়ার ঘটনায় ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করা না হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

আগামীকালের কর্মসূচি ঘোষণা করে উমামা ফাতেমা বলেন, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় রাজু ভাস্কর্য থেকে দুই দফা দাবিতে মশাল মিছিল হবে। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী মঞ্চের ব্যানারে মিছিল নিয়ে এসে এতে অংশ নিবে। শিশু আসিয়ার ধর্ষণের বিচার নিশ্চিতে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে তোলা আল্টিমেটাম দেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102