শেরপুরে ইয়াতিম শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার (৯ মার্চ) দুপুরে শেরপুর পৌর শহর শাখার আয়োজনে মাধবপুর উৎসব কমিউনিটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির মাওলানা নূরুল আমীন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও শেরপুর সদর-১ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া এবং জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্যরা।
অনুষ্ঠানে দুই শতাধিক ইয়াতিম শিক্ষার্থীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।