ads
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন

১৬ কোটি টাকার সোনাসহ অভিনেত্রী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৪২ বার পঠিত

দুবাই থেকে বিপুল পরিমাণ সোনা পাচারের অভিযোগে কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে গ্রেপ্তার করেছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। সোমবার রাতে দুবাই থেকে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে আটক করা হয়। অভিনেত্রীর কাছ থেকে ১৪.৮ কেজি সোনা উদ্ধার করা হয়েছে।

ডিআরআই সূত্রে জানা যায়, গত ১৫ দিনে চার বার দুবাই ভ্রমণ করায় রান্যা রাওয়ের ওপর সন্দেহ তৈরি হয়। তার বারবার বিদেশযাত্রা নজরে আসায় তদন্ত শুরু করে সংস্থাটি। বিমানবন্দরে অভিনেত্রীর কাছ থেকে ১৪.৮ কেজি সোনা জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা সোনার আনুমানিক মূল্য ১২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ৬৩ লাখ টাকার বেশি)।

রান্যা রাও কন্নড় সিনেমায় পরিচিত মুখ। কিচ্চা সুদীপের বিপরীতে লিড রোলসহ একাধিক দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই ঘটনায় তার ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে প্রশ্ন উঠেছে।

বর্তমানে তাকে ডিআরআই অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পাচারের ঘটনায় তার সম্পৃক্ততা ও সোনার উৎস নিয়ে তদন্ত করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102