ads
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব খুলনায় থানা বিএনপির সভাপতির বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আদালতে ‘অতি উদার হইতে যাইয়েন না, মুক্তি মিলবে না, যেমনটা চব্বিশেও মিললো না’ শিশু আছিয়ার মৃত্যুতে কুরআনের উদ্ধৃতি দিয়ে যা বললেন পিনাকী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক মাগুরায় যৌন নির্যাতনে শিশুর মৃত্যু: সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির শোক সিলেটে রাতে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশত নির্মম নির্যাতনে আছিয়ার মৃত্যু, তারেক রহমানের নিন্দা ধর্ষণের শিকার শিশুটির মৃত্যু: ঢাবিতে গায়েবানা জানাজা ও কফিন মিছিল

সিলেটে রাতে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৪ বার পঠিত

দোকানে চা পানকালে তর্কে জড়িয়ে বৃদ্ধকে চড়, থাপ্পড় মারার ঘটনাকে কেন্দ্র করে সিলেটে রাতের আধারে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টার থেকে ১২ পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ১২টার পর বৃষ্টি উপেক্ষা করেও সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারও ঘটনাস্থলে যান।

স্থানীয় সূত্র জানায়, সিলেট সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় সদর উপজেলার নাজিরেরগাও ও মইয়ারচর গ্রামের দুই লোক চা দোকানে বসে চা পান করছিলেন। এসময় তর্কাতর্কির এক পর্যায়ে বৃদ্ধকে চড় থাপ্পড় মারা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন মাইকিং ও মোবাইল ফোনে ডেকে সংঘর্ষে জড়ান। সংঘর্ষে গুরুতর আহত আট জনকে ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গুরুতর আহতরা হলেন সিলেট সদর উপজেলার নায়াখুররমখুলা গ্রামের ঘোলাই মিয়ার ছেলে মো. ওয়ারিস (৫৫), একই গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে তকদির ইসলাম (৩৫), মৃত আফরোজ আলীর ছেলে তসির আলি (৬০), নাজিরের গাওয়ের মকবুল আলীর ছেলে সাহব আলী, একই গ্রামের মৃত জোবেদ আলীর ছেলে আতাউর (৫২), হানিফ আলীর ছেলে সামাদ, সদর উপজেলার উত্তরবাগের মনিরামের ছেলে দীপক (২৪) এবং নাজিরের গাওয়ের মৃত মো. হামীম মিয়ার ছেলে। তারা পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম পিপিএম বলেন, ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন মাইকে ডেকে ও মোবাইল ফোনের মাধ্যমে আহ্বান জানিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এসময় উভয় পক্ষে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরিস্থিতি শান্ত হলেও ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রেজাউল করিম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬
  • ১২:১১
  • ১৬:২৬
  • ১৮:১১
  • ১৯:২৪
  • ৬:০৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102