কখনও আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রীর জামাতা, কখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শক। আর এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা। এমন নানা পরিচয়ে প্রতারণার অভিযোগ পাওয়া যায় আশরাফুজ্জামান মিনহাজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তারেক রহমানের পক্ষে তার বিরুদ্ধে মামলাও হয়েছে।
মিনহাজের বিরুদ্ধে ২০০৮ সাল থেকে ভুয়া পরিচয় ব্যবহার করে মামলা বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ নানা অজুহাতে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে। সম্প্রতি তারেক রহমানের সঙ্গে উপদেষ্টা দাবির বিষয়টি আলোচনায় আসে।
এ নিয়ে গত মঙ্গলবার (২৫ মার্চ) প্রেস বিজ্ঞপ্তি দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে মিনহাজের এই দাবিকে মিথ্যা ও বানোয়াট দাবি করে বিএনপি।
তবে প্রেস বিজ্ঞপ্তিতেই থেমে না থেকে মিনহাজের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেন তারেক রহমান। তার নির্দেশে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বাদী হয়ে প্রতারণার মামলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বাদীর জবানবন্দি নেয়ার পর মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক।
এদিকে, গত বুধবার (২৬ মার্চ) শরীয়তপুরের নড়িয়া থেকে অভিযুক্ত মিনহাজকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।