ads
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও ৪ সহযোগীসহ মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৫৬ বার পঠিত

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টায় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার জঙ্গুরদী গ্রামে স্থানীয় জনসাধারণের মাধ্যমে খবর পাওয়া যায়, জুবায়ের হোসেন হিমেল অস্ত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ জনগণকে ভয়ভীতি দেখিয়ে হুমকি প্রদান করছে।

খবর পাওয়ার পরপরই ৯ পদাতিক ডিভিশনের অধীন ৯৯ কম্পোজিট ব্রিগেডের ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ফরিদপুর সেনা ক্যাম্পের একটি টহল দল পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে। এরপর তারা অভিযুক্ত ব্যক্তির বাড়ি ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতের তৈরি একটি অস্ত্র এবং উল্লেখযোগ্য পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানে জুবায়ের হোসেন হিমেল ও তার ৪ সহযোগী দুষ্কৃতিকারীকে আটক করা হয় এবং পরবর্তীতে তাদের নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, জুবায়ের হোসেন হিমেল একজন পরিচিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে একাধিক পুলিশি মামলা রয়েছে। সেনাবাহিনী ও পুলিশের এই ত্বরিত ও কার্যকরী অভিযানে হিমেল গ্রেফতার হওয়ায় স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102