সৃষ্টি ডেস্ক; রাজধানীসহ সারাদেশে সম্প্রতি ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রকট আকার ধারণ করেছে। এসব রোগে আক্রান্ত হয়ে সম্প্রতি শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রতিদিনই অনেক মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন। আর মশা নিধনে মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি বিভিন্ন কর্মসূচী গ্রহণ করছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরের কাফরুল থানার বিভিন্ন স্থানে ডেঙ্গু মশা নিধনে ঔষধ ছিটানো হয়।
এ সময় সংসংস্থার চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা ও ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওয়ালীউল্লাহ্’র তত্ত্বাবধানে এ ঔষধ ছিটানো কার্যক্রম করা হয়।
আনোয়ার-ই-তাসলিমা বলেন, সংস্থার পক্ষ হতে মশা নিধনে রাজধানীর বিভিন্ন এলাকায় ওষুধ ছিটানো হচ্ছে। একই সঙ্গে গণসচেতনতা সৃষ্টিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা দেখতে চাই না যে, ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আর কেউ হাসপাতালে ভর্তি হোক।