ads
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারীসহ ৯ জন আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৩৮ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারীসহ নয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া পৃথক মাদক বিরোধী অভিযানে ৪৮৫ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট, কসমেটিক সামগ্রীসহ মাদক জব্দ করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) রাতে পাঠানো ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার কালিগ্রামের অধীর বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (২৭), ফরিদপুরের বোয়ালমারী থানার কালিনগর গ্রামের নিখিল চন্দ্র বালার ছেলে সম্রাট বালা (৩১), বাগেরহাটের মোল্লারহাট থানার নগরকান্দি গ্রামের হোসেন বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (২৯), ঝিনাইদহের মহেশপুর থানার তৈলটুপি গ্রামের মহিদুল ইসলামের ছেলে আল মামুন (২৭), রাজবাড়ির বালিয়াকান্দি থানার মনোরঞ্জন বিশ্বাসের ছেলে দেবাষিশ বিশ্বাস (৩৬)। এছাড়া আটক বাকি ৪ জন নারী।

এদিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীন উথলী, মাটিলা, মাধবখালি, খোশালপুর ও কুসুমপুর বিওপি সীমান্ত এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসব অভিযানে ৪৮৫ পিস ভারতীয় ভায়াগ্রা, ৩৫ বোতল ফেনসিডিল, ৬৩ বোতল মদ, ১৮ বোতল বিয়ার ও ১৮৮ পিস ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান। আটকদের নামে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102