ads
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম

মির্জাপুরে শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার পঠিত

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ফজল হক (৫০) নামে এক শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বংশীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফজল হক উপজেলার বংশীনগর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় ফজল হকের ছেলে ও স্ত্রী আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফজল হক ও তার ভাতিজা পারভেজের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সকালে পারভেজসহ অন্তত ২৫ জন ফজল হকের দখলে থাকা বিরোধপূর্ণ জমি দখল নিতে গেলে ফজল হক ও তার পরিবারের লোকজন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা ফজল হক, তার ছেলে মনির হোসেন ও স্ত্রী মরিয়ম বেগমকে পিটিয়ে রক্তাক্ত করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসক ফজল হককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, বাঁশতৈল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হিসেবে আজই ফজল হকের দায়িত্ব বুঝে নেওয়ার কথা ছিল। ওই জমি নিয়ে আগে কয়েকটি গ্রাম্য সালিশ হয়েছে। আজ হঠাৎ ভাতিজা পারভেজ, আনোয়ার, জিন্নাসহ ২৫-৩০ জন ফজল হকের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102