ads
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম

কিশোর গ্যাংয়ের হামলায় মসজিদ কমিটির সভাপতির মৃত্যু, গ্রেপ্তার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩৫ বার পঠিত

লক্ষ্মীপুরের রায়পুরের চরআবাবিল ইউনিয়নের উদমারা এলাকার কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম (৫২) মারা গেছেন। আড়াই মাস ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শনিবার রাতে উদমারা এলাকা থেকে সাব্বির হোসেন নামে এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাব্বির হোসেনকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার দুপুর বারোটার দিকে বিষয়টি নিশ্চিত করেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূইয়া। তিনি জানান, শনিবার মারা যান জাহাঙ্গীর আলম। তিনি মসজিদ কমিটির সভাপতি ছিলেন। এ ঘটনায় সাব্বির হোসেন ও রহিম উদ্দিনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

আদালত চত্ত্বর থেকে হাতকড়াসহ পালাল ২ আসামি, ৩ ঘণ্টা পর গ্রেপ্তারআদালত চত্ত্বর থেকে হাতকড়াসহ পালাল ২ আসামি, ৩ ঘণ্টা পর গ্রেপ্তার
নিহত জাহাঙ্গীর আলমের ছোট ভাই মো. জসিম উদ্দিন বলেন, রায়পুর উপজেললার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের উদমারা এলাকায় জুয়ার আসর ও মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর হোসেনের ওপর হামলা চালায় কিশোর গ্যাং সদস্যরা। এতে গুরুতর আহত হয় জাহাঙ্গীর হোসেন। প্রথমে রায়পুর,পরে সদর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ আড়াই মাস চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পুলিশ জানায়, রায়পুর উপজেললার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের উদমারা এলাকার মধ্য উদমারা সাহাদু উল্যা মাঝি বাড়ি জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করতেন জাহাঙ্গীর আলম। মসজিদের আশপাশে জুয়ার আসর ও মাদক সেবন করত কিশোর গ্যাং সদস্যরা। এ বিষয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে সাব্বির হোসেন, জুবায়ের. বাহারের নেতৃত্বে ৮/১০ জনের একদল কিশোর গ্যাং সদস্য ৩ এপ্রিল জাহাঙ্গীর হোসেনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে রায়পুর, পরে সদর হাসপাতাল, অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হামলার পর ৭ এপ্রিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ জনের নাম উল্লেখ করে আরো ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রাজিয়া বেগম। পরে আদালত মামলাটি আমলে নিয়ে রায়পুর থানাকে মামলা হিসেবে রুজি করতে নির্দেশ দেন। ১০ এপ্রিল রায়পুর থানা মামলাটি রুজি করেন।

এর আগে একই এলাকায় কিশোর গ্যাং সদস্যদের হামলায় সুদেব শীল মনু নামে আরও একজন মারা যান। এসব ঘটনার প্রতিবাদ ও কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার-বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপরও বন্ধ হয়নি কিশোর গ্যাং সদস্যেদের দৌরাত্ন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102