ads
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জুলাইয়ে আসছে জয়া আহসানের নতুন সিনেমা ‘ডিয়ার মা’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১০৭ বার পঠিত

সিনেমা নিয়ে দুই বাংলায় ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। গত মে মাসে বাংলাদেশে ‘জয়া আর শারমিন’ মুক্তির পর ঈদে মুক্তি পেয়েছে দুই সিনেমা ‘উৎসব’ ও ‘তাণ্ডব’। এবার জানা গেল, আগামী জুলাইয়ে পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ‘ডিয়ার মা’।

আগামী ১৮ জুলাই ভারতে মুক্তি পাবে ডিয়ার মা। গতকাল কলকাতায় এক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পোস্টার প্রকাশ করে জানানো হয় মুক্তির তারিখ। এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী, জয়া আহসানসহ সিনেমার কলাকুশলীরা।

মা, সন্তান, সম্পর্ক, পরিবার—এসব নিয়ে লেখা হয়েছে ডিয়ার মা সিনেমার গল্প। এতে একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া। অন্যান্য চরিত্রে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, চন্দন রায় স্যানাল প্রমুখ।

ডিয়ার মা সিনেমা নিয়ে জয়া আহসান বলেন, ‘ডিয়ার মা মানে মাতৃত্ব, মা-মেয়ের সম্পর্ক। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী সন্তান দত্তক নেওয়ার ঘটনার মোড়কে দারুণ একটি থ্রিলারের গল্প বলেছেন।’

এর আগে অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘কড়ক সিং’ দিয়ে প্রথমবার হিন্দি সিনেমায় কাজ করেন জয়া আহসান। ২০২৩ সালে ওটিটি প্লাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছিল সিনেমাটি।

পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী এর আগে ‘অনুরণন’, ‘অন্তহীন’, ‘একটি তারার খোঁজে’, ‘অপরাজিতা তুমি’, ‘বুনো হাঁস’-এর মতো আলোচিত সিনেমা উপহার দিয়েছেন। বলিউডেও তিনি জনপ্রিয় নাম। বানিয়েছেন ‘পিঙ্ক’, ‘লস্ট’-এর মতো জনপ্রিয় হিন্দি সিনেমা। ডিয়ার মা দিয়ে অনেকদিন পর বাংলা সিনেমায় ফিরেছেন অনিরুদ্ধ।

এদিকে চলতি সপ্তাহেই জয়া শুরু করেছেন নতুন টালিউড সিনেমার কাজ। অভিনয় করছেন কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’র সিকুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায়। প্রথম পর্বের মতো এবারও জয়ার সঙ্গে থাকছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হচ্ছেন ইন্দ্রাশিস রায়। সুমনের (কৌশিক) অসুস্থতাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রী শুভ্রা (চূর্ণী) ও বর্তমান স্ত্রী মেঘনার (জয়া) দেখা হওয়া এবং টানাপোড়েনকে ঘিরে তৈরি হয়েছিল অর্ধাঙ্গিনীর প্রেক্ষাপট। আগের ঘটনার বছর দুয়েক পর সিনেমার নতুন পর্বে একটা বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হয় সুমন, শুভ্রা ও মেঘনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102