রাজনীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের খবর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই বিবিসি, দ্য গার্ডিয়ান, রয়টার্স ও এপিসহ বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যম ও সংবাদ সংস্থায় প্রতিবেদন হয়েছে ঘটনাটি নিয়ে। এসব প্রতিবেদনের শিরোনাম ও সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরা হলো-
রয়টার্স
‘বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৯ জন নিহত, আহত হয়েছেন আরও অনেকে’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ঢাকার একটি কলেজ ও স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়, যার ফলে কমপক্ষে ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছে।
বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। আগুন স্কুল ভবনেও ছড়িয়ে পড়ে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার এবং ভয়াবহ দৃশ্যের বর্ণনা দিয়েছেন।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
‘বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান ঢাকার একটি স্কুলে বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২০ জন নিহত’ শিরোনামে বার্তা সংস্থাটি এক প্রতিবেদনে জানায়, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার আগে পাইলট বিমানটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।
আল জাজিরা
‘বাংলাদেশ বিমানবাহিনীর বিমান কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৯ জন নিহত’ শিরোনামে সংবাদমাধ্যমটি জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে কমপক্ষে ১৯ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাইলটও রয়েছেন।
দ্য গার্ডিয়ান
‘বাংলাদেশের স্কুল ক্যাম্পাসে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ২০’ শিরোনামে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যমটি জানায়, ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ কমপক্ষে ২০ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। কারিগরি সমস্যার কারণে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে।
আনাদোলু এজেন্সি
‘ঢাকায় কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ২০’ শিরোনামে বার্তা সংস্থাটি জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে কমপক্ষে ২০ জন নিহত এবং শিক্ষার্থীসহ ১৭১ জনেরও বেশি আহত হয়, যাদের বেশিরভাগই দগ্ধ। উড্ডয়নের কিছুক্ষণ পরেই এ দুর্ঘটনা ঘটে। যুদ্ধবিমানটির পাইলটও নিহত হয়েছেন।
টাইমস অব ইন্ডিয়া
‘ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, কমপক্ষে ২০ জন নিহত’ শিরোনামে ভারতীয় সংবাদমাধ্যমটি জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ঢাকার একটি স্কুলে বিধ্বস্ত হয়। এতে কমপক্ষে ২০ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি আহত হয়। দুর্ঘটনার ফলে স্কুল ভবনে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে। এতে ভবনটিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।