বিপত্তি যেন ছাড়ছেই না এয়ার ইন্ডিয়ার প্লেনের। রাজস্থানের জয়পুর বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশে উড্ডয়নের ১৮ মিনিট পরই ফিরিয়ে আনা হয় ফ্লাইটটি।
হঠাৎ ‘ইউটার্ন’ নেওয়ার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটে জয়পুর বিমানবন্দর থেকে মুম্বইগামী একটি ফ্লাইট উড়াল দেয়। আন্তর্জাতিক উড়োজাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্য অনুযায়ী, কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটি ফিরে আসে জয়পুরে। ট্র্যাকিংয়ে ফ্লাইটটির পাশে লেখা দেখা যায় -‘ডাইভার্টেড টু জয়পুর’।
তবে মাঝআকাশ থেকে কেন বিমানটি হঠাৎ ঘুরে ফিরে এল, তা নিয়ে দিনভর কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
তবে বিমানবন্দর সূত্র জানিয়েছে, যান্ত্রিক ত্রু